|
|
আংশিক চন্দ্র গ্রহণ
19 নভেম্বর, 2021,শুক্রবার
28 কার্তিক, 1943 শকাব্দ
19 নভেম্বর , 2021(28 কার্তিক, 1943 শকাব্দ) একটি আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।ভারতবর্ষের একমাত্র অরুণাচল প্রদেশ ও আসামের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চল থেকে খুব অল্প সময়ের জন্য চন্দ্র উদয়ের সময় এই আংশিক গ্রহণের শেষ অংশ দৃশ্যমান হবে।
পশ্চিম আফ্রিকা, পশ্চিম ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া,আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর থেকে এই গ্রহণ দেখা যাবে।
আংশিক গ্রহণ শুরু হবে ভারতীয় সময় 12 ঘন্টা 48 মিনিটে। আংশিক গ্রহণ শেষ হবে ভারতীয় সময় 16 ঘন্টা 17 মিনিটে।
পরবর্তী চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যায় 8 নভেম্বর, 2022।এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
|